খুলনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা রাউন্ড টেবিলের সাইকেল র্যালি
অপরাজেয় বাংলা ডেক্স : ঢাকা রাউন্ড টেবিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে খুলনায় সাইকেল র্যালির আয়োজন করেছে।
সাইকেল র্যালির প্রধান সমন্বয়কারী এজাজ মাহমুদ রনি বাংলানিউজকে বলেন, খুলনা সাইক্লিস্ট এর সহযোগিতায় শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা খুলনা শহরে স্বাধীনতা দিবস সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে। সাইকেল র্যালিতে দেড় শতাধিক সাইক্লিস্ট অংশ নেবেন। র্যালিটি খুলনার শিববাড়ি চত্বর থেকে শুরু করে সোনাডাঙ্গা বাসস্টান্ড-গল্লামারী-নিরালা মোড়-ময়লাপোতা মোড়-সাতরাস্তার মোড়-পিটিআই মোড়-রূপসা স্ট্যান্ড মোড়-নতুন বাজার-খুলনা জেলা স্কুল-ডাক বাংলার মোড়-ফেরিঘাট প্রদক্ষিণ করে আবারও শিববাড়ী চত্বরে এসে শেষ হবে।
তিনি জানান, ঢাকা রাউন্ড টেবিল একটি সেবা মূলক সংগঠন। তিন জন দাতা ব্যক্তির হাত ধরে ১৯২৭ সালে ইংল্যান্ডের নরইচ শহরে রাউন্ড টেবিল প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ২০১৩ সাল থেকে দেশে সেবামূলক কাজ করে আসছে ঢাকা রাউন্ড টেবিল। সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম