খুলনায় যুবককে হত্যা
নিজস্ব প্রতিবেদকঃ খুলনার বাসায় বাচ্চু শেখ (৩২) নামের বিদেশফেরত এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতী মধ্যপাড়া নামক স্থানে নিজ ঘরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত বাচ্চু শেখ মো. আমজাদ শেখের ছেলে। বাচ্চু বিদেশে থাকতেন। তাঁদের ধারণা, আজ বৃহস্পতিবার ভোরে গলায় ধারালো অস্ত্র দিয়ে বাচ্চুকে জবাই করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু শেখ বুধবার রাতে তেলিগাতী মধ্যপাড়াস্থ নিজ ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ঘরে ঢুকেই ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কেটে জবাই করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় চিৎকার শুনে পাশে থাকা তাঁর স্ত্রী জেগে উঠলেও হত্যাকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
পুলিশের ধারণা, পরকীয়া বা মাদক ব্যবসার বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে।