Type to search

খুলনায় ইএএলজি প্রকল্পরে পালস অক্সমিটিার বতিরণ

খুলনা

খুলনায় ইএএলজি প্রকল্পরে পালস অক্সমিটিার বতিরণ

খুলনা সংবাদদাতা:

কার্যকর ও জবাবদিহি মুলক স্থানীয় সরকার (ইএএলজ) প্রকল্পের আওতায় খুলনা জেলা প্রশাসনরে র্কমর্কতাদরে মাঝে পালস অক্সমিটিারসহ করোনাভাইরাস সংক্রমণ প্রতরিোধের সুরক্ষা সামগ্রী বরিতণ করা হয়।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসনে আজ (বৃহস্পতবিার) দুপুরে তাঁর অফিস কক্ষে কর্মকর্ত্;দের মাঝে  অক্সমিটিার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, জেলা প্রশাসনের  কর্মকর্তারা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী শুরু থেকে নিরালসভাবে মাঠ র্পযায়ে কাজ করে যাচ্ছেন। সরকারি ত্রাণ বিতরণ, স্বাস্থ্যবিধি  মেনে চলার জন্য জনসাধারণকে সচেতন  করা, প্রয়োজন।

সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে খুলনার স্থানীয় সরকার বিভাগীয় উপপরচিালক মোঃ ইকবাল হোসেন অতিরিক্ত জেলা  প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন  হাসান, অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ ইউসুপ আলী এবং ইএএলজি প্রকল্পের খুলনা জেলা  সমন্বয়ক মোঃ ইকবাল হাসান উপস্থিত ছিলেন।