খুলনায় অধ্যক্ষকে কুপিয়ে জখম

অপরাজেয় বাংলা ডেক্স: পূর্বশত্রুতার জেরে খুলনার তেরখাদা উপজেলার হাঁড়িখালী কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে কলেজের পাশের মসজিদের সামনে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে অধ্যক্ষ আব্দুল কাদেরের শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম