খুচরা বাজারে মরিচের দাম ২৮০-৩০০ টাকা
সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার আওতাদিন কাউকান্দি বাজারে গত এক সপ্তাহের মধ্যে কেজিতে কাঁচা মরিচের দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকা বেড়েছে।বাজারে সরবরাহ না থাকায় এবং চাহিদা থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। ব্যবসায়ীরা বলেন স্থানীয় মরিচ না থাকায় আমাদের এখানে ভিবিন্ন জায়গা থেকে মরিচ আসে। সরবরাহকারীরা দাম বাড়িয়ে দিলে আমাদেরও দাম বাড়াতে হয়। গত এক সপ্তাহ আগে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছিল ১০০/১৫০০ টাকা। বর্তমানে প্রতি কেজি মরিচ ২৮০/৩০০ টাকায় বিক্রি করছি। তাহিরপুর উপজেলার উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের সায়েম নামে এক ক্রেতা জানান, হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়েছে।শনিবার ১০০ গ্রাম কাঁচা মরিচ ৩০ টাকায় কিনেছি। কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে পারলে দাম কমবে বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা