খালার বাসায় ফিরতে চায় না সেই তিন বোন: পুলিশ

নিখোঁজ নয়, ‘অসুস্থ বাবাকে দেখতে’ যশোরে তিন বোন

গত বৃহস্পতিবার আদাবর থানায় তিন বোনকে ‘নিখোঁজ উল্লেখ করে’ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের খালা সাজিয়া নওরীন। তদন্তের একপর্যায়ে জানা যায় তিন বোন যশোরে আছে। শুক্রবার বিকেলে যশোরের হামিদপুর কোতোয়ালি থানা তিন বোনকে পুলিশের জিম্মায় নেয়। এরপর ডিএমপির একদল পুলিশ গিয়ে তাদের ঢাকায় নিয়ে আসে।
বিপ্লব কুমার জানিয়েছেন, আজ তিন বোনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী সবকিছু হবে। তিন বোনের নিরাপত্তার বিষয়টি পুলিশ দেখবে। আদালতে নেওয়ার আগ পর্যন্ত তিন বোন পুলিশের হেফাজতে থাকবে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে বিপ্লব কুমার আরও জানান, তিন বোনের বাবা স্কুলশিক্ষক। সপরিবারে তারা উত্তরায় থাকত। ২০১২ সালে তাদের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। কিছুদিন পর তাদের মায়ের ক্যানসার ধরা পড়ে। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৩ সালে তাদের মা মারা যান। মায়ের মৃত্যুর পর তিন বোনকে দুই খালা নিয়ে আসেন। তখন থেকে খালার বাসায় থাকত তারা।