Type to search

কোভিড-১৯ এ বিশ্বজুড়ে মৃত ২১ হাজার ৩৩৭, ২০১টি দেশে ছড়ালো

আন্তর্জাতিক

কোভিড-১৯ এ বিশ্বজুড়ে মৃত ২১ হাজার ৩৩৭, ২০১টি দেশে ছড়ালো

অপরাজেয় বাংলা ডেক্স- এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৪০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ১৭ হাজার ৩১৮ জন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ হাজার অতিক্রম করেছে। সিএনএন, বিবিসি, ফক্স

[৩] সময়ের সঙ্গে আরও খারাপ হচ্ছে স্পেন পরিস্থিতি। দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে। এখন পর্যন্ত স্পেনে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ১৮৮। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৮৯জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৬৫৫ জন।

[৪] ইতালিতে মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার অতিক্রম করেছে যার ৩৭জন চিকিৎসক। দেশটিতে এখন আর বৃদ্ধদের কোনওরকম চিকিৎসা দেয়া হচ্ছে না। তাই মৃতের সংখ্যা বাড়ছে।

[৫] এ সপ্তাহের জন্য সকল রেস্টুরেন্ট, দোকান এবং পার্ক ঘোষণা করেছে মস্কো নগর কর্তৃপক্ষ।

[৬] করোনাভাইরাসের রোগী উদ্ধারে ২ লাখ স্বেচ্ছাসেবি আহ্বান করেছিলো যুক্তরাজ্য। এই আবেদনে সারা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন ৫ লাখ ব্রিটিশ।

[৭] নতুন এক পূর্বঅভাস মতে, এই অতি মহামারির কারণে যুক্তরাষ্ট্রের ৩৩ লাখ মানুষ বেকার হয়ে যাবেন। এটি একটি রেকর্ড হতে যাচ্ছে।

[৮] ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তাবাহিনী লকডাউন কার্যকর করতে শারীরিকভাবে নাগরিকদের লাঞ্ছিত করছে। এই সংবাদ প্রকাশের পর দেখা দিয়েছে তীব্র সমালোচনা।

সূত্র-আমাদের সময়.কম