কোটি টাকার হিরোইনসহ রাজশাহীতে আটক -১

আকাশ রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর (সুইচগেট) হতে প্রায় ২ কোটি টাকা মূল্যের ( ১ কেজি ৯৯৫ গ্রাম) হেরোইন সহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ । আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ কিরণ হোসেন (৪০)। র্যাব- ৫ এর পাঠানো ই- মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তায় জানাগেছে,গোপনে সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে জেলার গোদাগাড়ীর বাসুদেব পুরে মাদকের একটি বড় চালান লেনদেন হচ্ছে। খবর পেয়ে র্যাব-৫ এর চাঁপাই নবাব গঞ্জের একটি চৌকস দল, অভিযান চালান এবং মাদক লেনদেনের সময় প্রায় ২ কেজি হিরোইনসহ হাতেনাতে তাদের আটক করে। আটক কৃত মাদকের মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।