কেশবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জনসহ মোট ৬৫ জনের মনোনয়ন পত্র দাখিল

জাহিদ আবেদীন বাবু : যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার
মেয়র পদে ৩,পুরুষ কাউন্সিলর ৪৭, সংরক্ষিত কাউন্সিল পদে ১৫ জনসহ মোট ৬৫ জনের মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার সকালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী
কেশবপুর পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, তপন কুমার ঘোষ মন্টু প্রমুখ। একইদিন দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন, সাবেক অধ্যক্ষ জুলফিকার আলি, মশিয়ার রহমান, নুরুজ্জামান চৌধুরী প্রমুখ। এছাড়া ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের আবদুল কাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তফশিল মোতাবেক ২৮ ফেব্রুয়ারী কেশবপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারী, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারী, মনোনয়ন পত্র প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী, ১২ ফেব্রুয়ারী প্রতিক বরাদ্দ। কেশবপুর পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৭শ’ ২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১শ’৮৫ ও নারী ভোটার ১০ হাজার ৫শ’ ৪০জন।
কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।