কেশবপুর থানা পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি আটক

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ বাদি হয়ে ৩ জনকে আসামি করে মামলা করেছেন। থানা সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নির্দেশে উপপরিদর্শক আব্দুল আজিজ পুলিশ ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে উপজেলা মধ্যকুল সরদার পাড়ার ফয়েজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে মধ্যকুল গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুজ্জামান ওরফে মনি (২৫), একই গ্রামের আবু তাহের সরদারের ছেলে আতিয়ার রহমান(২৭) ও ইসলাম সরদারের ছেলে রিপন হোসেনকে (২৪) গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে নগদ ২৯৯০ টাকা ও তাস উদ্ধার করে । এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের নামে মামলা হয়েছে। ##
|
|
|