Type to search

কেশবপুর উপ নির্বাচনে আ.লীগ ও বিএনপি প্রার্থীর মনোনয়ন দাখিল

যশোর

কেশবপুর উপ নির্বাচনে আ.লীগ ও বিএনপি প্রার্থীর মনোনয়ন দাখিল

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে ঃ

যশোর-৬ কেশবপুর আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষ্যে ২৬ ফেব্রæয়ারি (বুধবার) মনোনয়ন পত্র জমাদেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। ২৭ ফেব্রæয়ারি (মঙ্গলবার) বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ মনোনয়ন পত্র জমাদেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা প্রভাষক আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মশিয়ার রহমান, খলিলুর রহমান, শেখ শহিদ, আমজাদ হোসেন প্রমুখ। এ দিকে উপ নির্বাচন ঘিরে নির্বাচনী হাওয়া বইছে। হাট, বাজার, মাঠে ময়দানে সর্বত্র আলোচনা চলছে। ইতিমধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষে গণ জোয়ার সুষ্টি হয়েছে। তিনি নির্বাচনী এলাকায় যেখানে কর্মীসভা করছেন সেখানে কর্মীসভা জনসভায় রুপ নিচ্ছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার বিপুল ভোটে জয়লাভ করবে। এদিকে নির্বাচনী মাঠে বিএনপির তেমন কোন তৎপরতা শুরু হয়নি ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী. যশোর-৬ কেশবপুর আসনের উপ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৭ ফেব্রæয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, প্রার্খীতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্ধ ৯ মার্চ একং ভোট গ্রহন হবে ২৯ মার্চ।
গত ২১ জানুয়ারী যশোর-৬ আসনের এমপি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু বরণ করায় ২৮ জানুয়ারি আসনটি শুণ্য ঘোষনা করা হয়।