কেশবপুর উপনির্বাচনে বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ
কেশবপুর (যশোর) প্রতিনিধি-
যশোর-৬ কেশবপুর আসনে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে দলের মনোনয়ন বোর্ডের বৈঠকের পর এ মনোনয়ন দেয়া হয়।
এ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহকারী পাঁচজন প্রার্থী হলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোস্তফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুস সামাদ বিশ্বাস ও মো. নূরুজ্জামান তপন। এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন আবুল হোসেন আজাদ।