Type to search

কেশবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১ জনসহ ৫৯১ জনের মনোনয়ন পত্র জমা 

কেশবপুর

কেশবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১ জনসহ ৫৯১ জনের মনোনয়ন পত্র জমা 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১জন, সংরক্ষিত ইউপি সদস্য (মহিলা) পদে ১২৫ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৪০৫ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ উপজেলায় আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ছিলো প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ বজলুর রহমান জানান, কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নের জন্য উপজেলার ৫ জন কর্মকর্তাকে রির্টানীং অফিসার হিসাবে মনোনীত করেছেন দেশের নির্বাচন কমিশন। বিভিন্ন নির্বাচন কমিশন সুত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে মোট চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী, বিদ্রোহী ও স্বতন্ত্র সহ ৬১ জন, সংরক্ষিত মহিলা মেম্বার ১২৫ জন ও সাধারণ মেম্বার ৪০৫ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে ত্রিমোহিনী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ১২ জন ও সাধারণ মেম্বার পদে ৩৩ জন। সাগরদাঁড়ী ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ১২ ও সাধারণ মেম্বার পদে ৩৬ জন। মজিতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ১৩ জন ও  সাধারণ মেম্বার পদে ৩৯ জন। বিদ্যানন্দকাটী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ১১ জন ও সাধারণ মেম্বার পদে ৩৪ জন। মঙ্গলকোট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ১০ জন ও সাধারণ মেম্বার পদে ৪৩ জন। কেশবপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত ১৩ জন ও সাধারণ মেম্বার পদে ৩৫ জন। পাঁজিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ৯ জন ও সাধারণ মেম্বার পদে ৩৭ জন। সুফলাকাটী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ১০ জন ও সাধারণ মেম্বার পদে ৩৩ জন। গৌরিঘোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ১১ জন ও সাধারণ মেম্বার পদে ৩৭ জন। সাতবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ১০ জন ও সাধারণ মেম্বার পদে ৩৬ জন ও হাসানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা ১৪ জন ও সাধারণ মেম্বার পদে ৪২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতিকের ১১ জন, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর ৪ জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৩৪ জন ও স্বতন্ত্র (বিএনপি) ১২ জন। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে উৎসব মূখর পরিবেশে বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচন বিধি মেনে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।##
Attachments area

Next Up