Type to search

কেশবপুরে  ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের শেষ খেলায় নওয়াপাড়া বিজয়ী

যশোর

কেশবপুরে  ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের শেষ খেলায় নওয়াপাড়া বিজয়ী

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট নভারুণ সংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের শেষ খেলা শনিবার বিকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় নওয়াপাড়া ফুটবল একাদশ ২-০ গোলে যশোর ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নওয়াপাড়া ফুটবল একাদশের গোলকিপার সুমন হোসেন। নভারুন সংঘের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ কেশবপুর নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা।