কেশবপুরে স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ প্যথলজি বন্ধ ঘোষনা
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে।
যশোর সিভিল সার্জনের নির্দেশে কেশবপুরে ৬টি ক্লিনিং ও ১০টি প্যাথলজিতে স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালিত হয়েছে। ক্লিনিক ও প্যাথলজি প্রতিষ্ঠানের বৈধতা ও স্বাস্থ্য সেবায় মান যাচায়ে শনিবার দুুুুপুরে অভিযান পরিচালনা করেন যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদ। এ সময় উপস্থিত ছিলেন, যশোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাসিম ফেরদৌস, অফিস সহকারী পার্থ প্রতীন লাহেরী,কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, ডাঃ জাহিদুর রহমান(আর.এমও) ও কেশবপুর থানার এস আই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। দিনব্যাপী অভিযান চলাকালে যন্ত্রপাতি ও কাজপত্রে ত্রুটি-বিচ্চুতি থাকার অভিযোগে কেশবপুর শহরের আরিয়ান, হিরা, সাতবাড়িয়া ডিজিট্যাল ও কেশবপুর মার্তৃমঙ্গল ক্লিনিকের প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার সার্বিক কার্য্যক্রম বন্ধ ঘোষনা করেন। এছাড়া অভিযান কালে কেশবপুর হেল্থ কেয়ার হসপিটল, মর্ডান ,কপোতাক্ষ সার্জিক্যাল, মাইকেল, মাতৃমঙ্গল ও কেশবপুর সার্জিক্যাল ক্লিনিক এবং ক্রিস্টল, মনোয়ারা, রাইজিং, হোসেন, পেয়ারলেস ও আল রাইজা প্যাথলজি সেন্টারের মালিকদেরকে ত্রুটিপূর্ন যন্ত্রপাতি ও প্রতিষ্ঠানের সকল কাগজপত্র যথা সময়ে ঠিকঠাক করার প্রাথমিক হুশিয়ারী প্রদান করেন। অন্যথায় আগামীতে যে কোন সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
যশোর সিভিল সার্জনের নির্দেশে কেশবপুরে ৬টি ক্লিনিং ও ১০টি প্যাথলজিতে স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালিত হয়েছে। ক্লিনিক ও প্যাথলজি প্রতিষ্ঠানের বৈধতা ও স্বাস্থ্য সেবায় মান যাচায়ে শনিবার দুুুুপুরে অভিযান পরিচালনা করেন যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদ। এ সময় উপস্থিত ছিলেন, যশোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাসিম ফেরদৌস, অফিস সহকারী পার্থ প্রতীন লাহেরী,কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, ডাঃ জাহিদুর রহমান(আর.এমও) ও কেশবপুর থানার এস আই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। দিনব্যাপী অভিযান চলাকালে যন্ত্রপাতি ও কাজপত্রে ত্রুটি-বিচ্চুতি থাকার অভিযোগে কেশবপুর শহরের আরিয়ান, হিরা, সাতবাড়িয়া ডিজিট্যাল ও কেশবপুর মার্তৃমঙ্গল ক্লিনিকের প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার সার্বিক কার্য্যক্রম বন্ধ ঘোষনা করেন। এছাড়া অভিযান কালে কেশবপুর হেল্থ কেয়ার হসপিটল, মর্ডান ,কপোতাক্ষ সার্জিক্যাল, মাইকেল, মাতৃমঙ্গল ও কেশবপুর সার্জিক্যাল ক্লিনিক এবং ক্রিস্টল, মনোয়ারা, রাইজিং, হোসেন, পেয়ারলেস ও আল রাইজা প্যাথলজি সেন্টারের মালিকদেরকে ত্রুটিপূর্ন যন্ত্রপাতি ও প্রতিষ্ঠানের সকল কাগজপত্র যথা সময়ে ঠিকঠাক করার প্রাথমিক হুশিয়ারী প্রদান করেন। অন্যথায় আগামীতে যে কোন সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযান পরিচালনাকারী যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদ বলেন, স্বাস্থ্য দপ্তরের অধিনে দেশের সকল ক্লিনিক ও প্যাথলজি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবার মান, নিয়মিত ডাক্তার(এমবিবিএস), ডিপ্লোমাধারী নার্স ও টেকনিশনের কাগজ পত্র ঠিক আছে কিনা তা নিয়ে যাচাই-বাচাই শুরু হয়েছে। কেশবপুরে এই অভিযান তারই একটি অংশ। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।#