Type to search

কেশবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

যশোর

কেশবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।

যশোরের কেশবপুর উপজেলা পল্লীতে সাপের কামড়ে  এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে টিটাবাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কেশবপুর উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আব্দুল আজিজের ৪র্থ শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যা কুলসুম খাতুন (১০) বৃহস্পতিবার রাতে তাদের নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত বিষধর সাপ তার শরীরে কামড় দেয়। প্রাথমিক অবস্থায় পরিবারের লোকজন ওঝার মাধ্যমে বিষ নামাতে চেষ্টা করে। পরে ওঝা ব্যর্থ হলে মুমূর্ষ অবস্থায় খুলনায় নেওয়ার পথিমধ্যে সে মৃত্যুবরণ করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।