কেশবপুরে সরকারীভাবে ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক বাছাই
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর +যশোর) থেকে।
যশোরের কেশবপুরে সরকারীভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে লটারি করেন নির্বাহী অফিসার নুসরাত জাহান । উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা খাদ্য কর্মকর্তা লায়লা আফরোজাসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চলতি বোরোধান মৌসুমে কেশবপুরে ৪০কেজি ধান ১হাজার ৪০ টাকা দরে ক্রয় করা হবে। এ ১হাজার ৬শ ৪০ টন ধান কৃষক প্রতি ১টন হারে ১হাজার ৬শ ৪০ জন কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে।
নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, মধ্যস্বত্বভোগিদের কোন সুযোগ নিতে দেয়া হবে না। প্রয়োজনে কৃষকদের বাড়িতে গিয়ে ধান ক্রয় করা হবে।