Type to search

কেশবপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

যশোর

কেশবপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।        যশোরের কেশবপুর উপজেলায়  নির্ধারিত সময়ের পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও হালখাতা করার অপরাধে শনিবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৮ ব্যবসায়ীকে ১১ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে নির্ধারিত সময়ের পর দোকান খোলার অপরাধে কেশবপুর শহরের বায়সা ঘোষ ডেয়ারীর পরিচালক গনেশকে ৫ হাজার, উপজেলার সাতবাড়িয়া বাজারের বারিক হোসেনকে ৫শত, জাহানপুর বাজারের তৌহিদুল ইসলামকে ৫শত, বকুলতলা বাজারের মামুন অর রশিদকে ৫শত ও আব্দুল হককে ২শত টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নির্ধারিত সময়ের পর দোকান খোলা রেখে হালখাতা করার অপরাধে উপজেলার জাহানপুর বাজারের জিয়াউর রহমানকে ৫শত, ত্রিমোহিনী বাজারের জাহাঙ্গীর আলমকে ২ হাজার ও মূলগ্রাম বাজারের পলাশ হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সবাইকে সাস্থ্যবিধি ও সরকারের নির্দেশিত নিয়মগুলো মেনে চলার জন্য অনুরোধ করা হলো। ##