Type to search

কেশবপুরে সরকারিভাবে চাল ক্রয় উদ্বোধন

যশোর

কেশবপুরে সরকারিভাবে চাল ক্রয় উদ্বোধন

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে ঃ
যশোরের কেশবপুর খাদ্য গুদামে সরকারিভাবে চাতাল মালিকদের কাছ থেকে চাল ক্রয়ের উদ্বাধন করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম ফিতা কেটে চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজা, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক রাকিবুল হাসান, উপখাদ্য পরিদর্শক রুহুল আমীন প্রমুখ।
উপজেলা ধান/চাল ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, কেশবপুর খাদ্য গুদামে সরকারিভাবে ৩৬৩ মেট্রিক টন নতুন ধান থেকে উৎপাদিত চাল ৩৬ টাকা কেজী দরে ক্রয় করা হবে। আগামী ২৮ ফেব্রæয়ারী পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *