Type to search

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

যশোর

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

জাহিদ আবেদীন বাবু,কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কালোব্যাচ ধারণ, দোয়া মাহফিল, শোক শোভাযাত্রা, শোক সভা ও চিত্রাংকন, রচনা এবং বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহম্পতিবার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে শোক সভায় প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম প্রমুখ। এদিকে কেশবপুর প্রেসক্লাব চত্বরে উপজেলা আ’লীগের সভাপতি এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্টিত শোক সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।