কেশবপুরে মৃত্যুর চার দিন পর জানাগেল শিক্ষক নুরুল ইসলাম করোনায় আক্রান্ত ছিলেন
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটী ইউনিয়নের কালিয়ারই গ্রামের শিক্ষক নুরুল ইসলামের মৃত্যুর চার দিন পর জানা গেল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি কালিয়ারই এস. বি. এল মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক।
গত ৫ জুলাই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় । ১০ জুলাই শুক্রবার তাঁর করোনা রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া গেছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জাহিদুর রহমান জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ৫ জুলাই নুরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি হন। ঐদিন তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৬ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে যশোরে রিফার করার এক পর্যায় তিনি মারা যান।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী নুরুল ইসলামের নিকট আত্মীয় স্বজনদের বাড়ি শনিবার লকডাউন করা হয়েছে।