Type to search

কেশবপুরে মানুষের মাঝে করোনাতংক কমে গেছে 

যশোর

কেশবপুরে মানুষের মাঝে করোনাতংক কমে গেছে 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।

যশোরের কেশবপুরে মানুষের মাঝে  করোনা আতংক কমে গেছে। করোনা ভাইরাস মোকাবেলায় মুখে মাক্স ব্যবহার অত্যান্ত জরুরী বলে মনে করেন চিকিৎসকেরা। প্রথম অবস্থায় এখানে মাক্র ক্রয় করার হিড়িক পড়ে যায়। কিন্তু এখন তোয়াক্কা করছে না অনেকেই।

কেশবপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মাক্স পরছেন না অধিকাংশ মানুষ । যারা ব্যবহার করছেন তারা মুরুব্বী। যুব ও তরুনদের ভিতর মাক্স পরার আগ্রহ কম। উপজেলা প্রশাসন থেকে বার বার তাগিদ দেয়া হলেও সেটা মানা হচ্ছে না । গত একসপ্তাহ ধরে মাক্স ব্যবহারের প্রবনতা কমতে শুরু করেছে । এলাকার মুরুব্বীরা জানান, ডাক্তাররা যখন পিপিই, মাক্স ব্যবহার করছে। তখন একটা মাক্স পরতে তাদের এতো সমস্যা কি । এ বিষয়ে প্রশাসনের কাছে কঠোর ব্যাবস্থা গ্রহণের দাবী  জানিয়েছেন সচেতন মহলের।