Type to search

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে জরিমানা 

যশোর

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে জরিমানা 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে। 

দেশ ব্যাপী করোনা ভাইরাসের কারণে সরকারি ভাবে সামাজিক দূরত্বে চলাফেরা করার নির্দেশনা দেয়া হলেও কেশবপুরের হাট বাজার গুলোতে সকাল থেকে কেশবপুর শহরের বিভিন্ন সড়কে ঈদ উপলক্ষে কেনা কাটার ধুম পড়ে গেছে । সামাজিক দূরত্ব বজায় না রাখায় কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরসাত জাহান রোববার বেলা ১১ টার দিকে শহরে মধু সড়কে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাত জন ব্যবসায়ী ও সাত জন ক্রেতাকে ৭ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন। শিশুসহ বাজারে এসে মার্কেটিং করার অপরাধে আলতাপোল গ্রামের তানজিলা বেগমকে ২শ’ টাকা, ব্যবসায়ী সাবদিয়া গ্রামের আব্দুর রশিদকে ১ হাজার টাকা, ব্যবসায়ী বরুন পালকে ১ হাজার টাকা, ব্যবসায়ী আলতাপোল গ্রামের নির্মলেন্দু দাসকে ১ হাজার টাকা, ক্রেতা রঘুরামপুর গ্রামের জ্যোস্না বেগমকে ৫শ’ টাকা, আলতাপোল গ্রামের ব্যবসায়ী শাহাদাৎ হোসেনকে ১ হাজার, ব্যবসায়ী সাবদিয়া গ্রামের খলিলুর রহমানকে ৫শ’ টাকা,  ক্রেতা ভান্ডার খোলা গ্রামের লাভলু হোসেনকে ৫শ’ টাকা, ব্যবসায়ী ব্রম্মকাঠি গ্রামের হাফিজুর রহমানকে ৫শ’ টাকা ক্রেতা রাজনগরবাঁকাবর্শি গ্রামের মিজানুর রহমানকে ২শ’ টাকা ব্যবসায়ী আলতাপোল গামের মাসুদুর রহমানকে ৫শ’ টাকা, ক্রেতা পারখাজুরা গ্রামের পারভিনা বেগমকে ৫শ’ টাকা, ক্রেতা কায়েমখোলা গ্রামের হ্যাপী বেগমকে ৩শ’ টাকা ও ক্রেতা লক্ষীনাথকাঠি গ্রামের আবু মুছাকে ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানানো হয়েছে।