কেশবপুরে বোরো চাষের জন্য পানি অপসারণের দাবীতে কৃষকদের স্মারকলিপি
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে-
যশোরের কেশবপুরে বিল গরালিয়া, বলধালীসহ জলাবদ্ধ বিলগুলোতে স্থানীয় কৃষকদের ইরি-বোরে চাষের জন্য যথাসময়ে বিলের পানি নিষ্কাশনের দাবীতে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান-এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে বিল বলধালী পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এ্যাড, আবু বক্কর সিদ্দিক, মফিজুর রহমান নান্নু ও শওকত হোসেনসহ জলাবদ্ধ এলাকার কৃষকরা উপস্থিত ছিলে