Type to search

কেশবপুরে বৈধ কাগজপত্র না থাকায় হামজা নামের ইট ভাটা বন্ধ। ৫০ হাজার টাকা জরিমানা 

কেশবপুর

কেশবপুরে বৈধ কাগজপত্র না থাকায় হামজা নামের ইট ভাটা বন্ধ। ৫০ হাজার টাকা জরিমানা 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর : যশোরের কেশবপুরে বৈধ কাগজপত্র না থাকায় মেসার্স হামজা ব্রিকস নামে একটি ইটভাটা বন্ধ করে দেওয়াসহ ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট ভাটাটি বন্ধসহ ঐ জরিমানা করেন।
জানা গেছে, কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের আগরহাটি এলাকায় অবৈধভাবে মেসার্স হামজা ব্রিকস ইট প্রস্তুত ও সরবরাহের কার্যক্রম চালিয়ে আসছিল। বুধবার দুপুরে ওই ইটভাটায় অভিযান পরিচালনা করলে ভাটা কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা আইন ২০১৩ এর ৪ ধারা মোতাবেক ভাটা মালিক অনুপস্থিত থাকায় তার ম্যানেজার তপন চক্রবর্তীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ৫০ হাজার টাকা জরিমানা করাসহ ভাটাটি বন্ধের নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *