কেশবপুরে বেকারির সেলসম্যানকে কুপিয়ে হত্যা
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে। যশোরের কেশবপুরে শরিফুল ইসলাম নামে এক বেকারির সেলসম্যান খুন হয়েছে। শুক্রবার ভোরে কেশবপুর থানা পুলিশ সাতবাড়িয়া গ্রামের একটি খেজুর বাগান থেকে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার করেছে ।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জসিম উদ্দিন জানান, শুক্রবার ভোরে উপজেলার সাতবাড়িয়া গ্রামের রশিদের খেজুর বাগানে রক্তাক্ত এক ব্যক্তির মৃত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছে।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, নিহত ব্যক্তি সাতবাড়িয়া গ্রামের এমদাদুল সরদারের পুত্র শরিফুল (৩৬)। সে পেশায় বেকারির সেলসম্যান হিসেবে কাজ করত। পুলিশের ধারনা কে বা কারা শরিফুলকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে।