Type to search

কেশবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু 

যশোর

কেশবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে  

যশোরের কেশবপুরে বজ্রপাতে সন্দিপ দাস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের। সে ওই গ্রামের সুজিত দাসের ছেলে।
এলাকাবাসী জানায়, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের সুজিত দাসের ছেলে সন্দিপ দাস ওরফে লালু (২০) নারিকেল পাড়াতে গাছে উঠেন। ওই সময় হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে পাশের নারিকেল গাছে বজ্রপাত ঘটে। এ ঘটনায় তিনি নিচে পড়ে মারা যান। স্থানীয় ইউপি মেম্বার সুভাষ চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।