Type to search

কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

কেশবপুর

কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

জাহিদ আবেদীন বাবু,কেশবপুর
যশোরের বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনালে কেশবপুর পৌরসভা ফুটবল একাদশ ২-০ ব্যবধানে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকালে শহরের পাবলিক ময়দানে অনুষ্ঠিত  টুর্নামেন্টের ফাইনাল খেলায় কেশবপুর পৌরসভা ফুটবল একাদশের হয়ে জাকির হোসেন ও শিমুল হোসেন গোল দুটি করেন। খেলায় রেফারি ছিলেন, আতিয়ার রহমান, কামরুজ্জামান, রাকিবুজ্জামান ও নূরুল ইসলাম খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।