কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

জাহিদ আবেদীন বাবু,কেশবপুর
যশোরের বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনালে কেশবপুর পৌরসভা ফুটবল একাদশ ২-০ ব্যবধানে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকালে শহরের পাবলিক ময়দানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় কেশবপুর পৌরসভা ফুটবল একাদশের হয়ে জাকির হোসেন ও শিমুল হোসেন গোল দুটি করেন। খেলায় রেফারি ছিলেন, আতিয়ার রহমান, কামরুজ্জামান, রাকিবুজ্জামান ও নূরুল ইসলাম খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।