কেশবপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা বুধবার বিকালে কলাগাছী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনির পরিচালনায় মহির উদ্দিন মাহির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা আওয়ামীলীগের ক্রিড়া বিষক সম্পাদক সরদার মোহাব্বত হোসেন, গাউসুল আজম তুহিন পাড়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আলী হাসান মিন্টু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহিন আলম, মেহেদী হাসান প্রমূখ