কেশবপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)ঃ যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে ১৮ আগষ্ট বিকেলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জি. এম. হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম.রুহুল আমিন।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড রফিকুল ইসলাম পিটু, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা মশিয়ার রহমান দফাদার।
এছাড়া সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল, মোঃ আলাউদ্দীন, আব্দুস সবুর, আকবর আলী, কামরুজ্জামান, ইউপি সদস্য লিপিকা ঘোষ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আমজেদ হোসেন, হারুন-অর রশিদ লিটন, মাসুম বিল্লাহসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।