Type to search

কেশবপুরে পুলিশ কর্মকর্তার মা, বোনকে মারপিট। থানায় অভিযোগ 

যশোর

কেশবপুরে পুলিশ কর্মকর্তার মা, বোনকে মারপিট। থানায় অভিযোগ 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরের মির্জাপুর গ্রামে তুচ্ছ ঘটনায় এক পুলিশ কর্মকর্তার মা ও বোনকে   প্রতিবেশীরা মারপিট করে আহত করেছে । এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে । অভিযোগ পেয়ে তদন্তকারী অফিসার এস আই দীপক দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত নওশের আলী দফাদারের ছেলে আসাদুজ্জামান দফাদারের সাথে শরিকানা জমিজমা নিয়ে মৃত আব্দুল গফফার মোড়লের শরিকদের সাথে বিরোধ চলে আসছিলো। মৃত আব্দুল গফফার মোড়লের ছেলে ও কন্যারা পুলিশসহ বিভিন্ন দফতরে চাকুরী করার কারণে বাড়িতে না থাকায় তারা নানা অত্যাচার করে আসতে থাকে। গত ৩০ এপ্রিল গরু, ছাগল ,হাঁস মুরগী দিয়ে ফসলের ক্ষতি সাধন করতে থাকলে প্রতিবাদ করলে আসাদুজ্জামান দফাদার, তার ছেলে সাব্বির আহম্মেদ, স্ত্রী রাশিদা বেগম, কন্যা মিতা খাতুনসহ আরও ৪/৫ জন জোটবদ্ধ হয়ে লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে মৃত আব্দুল গফফার মোড়লের স্ত্রী রাবিয়া বেগম(৫৫). মেয়ে পারভিনা খাতুনকে (২৩) বেধড়ক মারপিটে রক্তাক্ত জখম করে। এলাকাবাসি তাদেরকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে চিকিৎসা করায়। এ ঘটনায় আহত রাবিয়া বেগমের কন্যা স্কুল শিক্ষিকা মোসাম্মৎ হাসিনা খাতুন বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোজ করায় বিবাদির লোকজন অভিযোকারিনিকে অভিযোগ প্রত্যাহারের জন্য ভয়ভিতি ও হুমকী দিচ্ছে বলে অভিযোগ। আহত রাবিয়া বেগমের মেয়ে তহমিনা খাতুন ঢাকার কোতয়ালী থানায় এ এস আই পদে ও ছেলে মাহম্মুদুল হাসান খুলনা আর আর এফ এর কনেষ্টবল পদে কর্মরত আছেন। অভিযোগের তদন্তকারি কর্মকর্তা এস আই দীপক দত্ত জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *