কেশবপুরে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুর উপজেলা পল্লীতে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, কেশবপুর উপজেলার বিঞ্চুপুর গ্রামের তরিকুল ইসলামের ১৩ মাস বয়সের মেয়ে খাদিজা খাতুনকে মঙ্গলবার দুপুরে তার মা সাথে নিয়ে পুকুরে কাপড় ধোয়ার কাজ করতে যায়। খাদিজা খাতুনকে পুকুরে পাশে রেখে কাপড় ধোয়ার কাজ করছিল। কাপড় ধোয়া শেষে মেয়েকে পুকুর পাড়ে দেখেতে না পেয়ে মা খোঁজ করতে থাকে। এ সময় পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে। এব্যাপারে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ওয়ালিউল ইসলাম পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।