কেশবপুরে পাটজাগ দেয়া নিয়ে সংঘর্ষ। আ’লীগ নেতাসহ আহত-২। বাড়িঘর ভাংচুর

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে
যশোরের কেশবপুর উপজেলার বাগদাহ গ্রামে পুকুরে পাটজাগ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আওয়ামীলীগ নেতা সহ ২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে, কেশবপুর উপজেলার বাগদাহ গ্রামের মৃত মহসিন মোড়ল ও আবু বক্কার মোড়ল আপন ভাই ভাই। তাদের জমাজমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। মহসিন মোড়লের দুই সন্তান ও বক্কর মোড়লের ১১ সন্তান। হাসপাতালে চিকিৎসাধীন মহসীন মোড়লের পুত্র মনিরুজ্জামান জানান, শুক্রবার দুপুরে শরিকের দু’টি পুকুরের মধ্যে একটা পুকুরে চাচা আবু বক্কারের পুত্র হাবিবুর রহমানরা পাটজাত দিয়েছে। অপর পুকুরে মনিরুজ্জামানরা পাটজাগ দিতে গেলে তারা বাঁধাদিলে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান পাশা (৩৮)এর পা ভেঙ্গে যায় ও তার বড় ভাই মনিরুজ্জামান(৪৫) আহত হয়। গুরুতর আহত অবস্থায় মনিরুজ্জামানকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময়ে আহতদের বসত বাড়িতে হামলা করে ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের থানায় মামলার প্রস্তুতি চলছিল।