কেশবপুরে ধর্ম মন্ত্রণালয়ের চেক হস্তান্তর
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০১৯-২০ অর্থ বছরে ধর্ম মন্ত্রনালয়ের অনুদান প্রাপ্ত মসজিদ, ঈদগাহ, মন্দির ও শ্মশানে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মুখে সামাজিক দূরত্ব বজায় রেধে মসজিদ, ঈদগাহ, মন্দির ও শ্মশান-সহ ৪৫ টি প্রতিষ্ঠানে ১৩ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।