কেশবপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় নিহতের ঘটনায় মামলা

যশোরের কেশবপুরে দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় কুমারেশ দাস নামে এক ব্যক্তি নিহত হয়। ট্রাফিক আইন লংঘন করে দ্রুত মটরসাইকেল চালানোর দায়ে মটরসাইকেলের তিন আরোহীর নামে থানায় মামলা হয়। মৃত্যুর ঘটনায় ৩ আরোহীর নামে সড়ক দুর্ঘটনা আইনে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় কেশবপুর- পাঁজিয়া সড়কের খতিয়াখালি মোড়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় কুমারেশ দাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে শেখর রঞ্জন দাস রবিবার বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলার আসামীরা হলো উপজেলার সাবদিয়া গ্রামের আবু তালেবের ছেলে আব্দুল্লাহ আল মুরাদ (১৯), রামচন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে শাওন (২২) ও বাউশোলা গ্রামের কামরুজ্জামানের ছেলে তাসকিন ইবনে জামান মাহী (২১)। এর মধ্যে আব্দুল্লাহ আল মুরাদকে পুলিশ আটক করে।
এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক তাপস কুমার রায় বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেছে। এজহার নামীয় আব্দুল্লাহ আল মুরাদকে আটক করে রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।অন্য আসামীদের গ্রেফতারে অভিযানে চলছে।