Type to search

কেশবপুরে দোকান আগুনে ভস্মীভূত। দেড় লাখ টাকার ক্ষতি

যশোর

কেশবপুরে দোকান আগুনে ভস্মীভূত। দেড় লাখ টাকার ক্ষতি

কেশবপুর প্রতিনিধি -যশোরের কেশবপুরে এক চায়ের ও ভাংড়ির দোকান আগুনে ভস্মিভূত। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দোকান মালিক জানান। এলাকাবাসী ও মণিরামপুরের ফাঁয়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত ইয়াছিন আলী বিশ্বাসের ছেলে মহিদুল বিশ্বাস সাংবাদিকদের জানান, আমি বাসায় বসে লকডাউন পালন করছিলাম।  ৫ এপ্রিল রাত ৩ টার দিকে কেশবপুর বাজারের নারকেল ও গুড় হাটার পাশে আমার চা ও ভাংড়ির ব্যবসার গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট আগুন লেগে পুড়ে ছাই হয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

সে এই ব্যবসা করে ছেলে মেয়ের পড়া, লেখা ও সংসার চালায়। এ ব্যবসা ক্ষতি গ্রস্থ হওশা সংসার কিভাবে চলবে তা নিয়ে মহিদুল দিশাহারা হয়ে পড়েছে।