কেশবপুরে দুই মাদক ব-বসায়ী সহ ৯জন আটক
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে গ্রেফতার করেছে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদের নির্দেশে উপ-পরিদর্শক কামরুজ্জামান, ওয়াসীম আকরাম, সহকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কেশবপুর পৌর শহরের আলতাপোল এলাকায় অভিযান চালিয়ে তাজ উদ্দীন বিশ্বাসকে ৭০ গ্রাম গাঁজা এবং একই অভিযানে আটন্ডা এলাকা থেকে লহ্মীনাথকাটী গ্রামের তরিকুল ইসলামকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। অপর দিকে থানার উপ-পরিদর্শক তাপস কুমার রায়, উপ-পরিদর্শক ফজলে রাব্বি, সহকারী উপ-পরিদর্শক রহমত কাজী, সহকারী উপ-পরিদর্শক বিপুল বিশ্বাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চিংড়া গ্রামের মোজাম আলী (৭০) ও তাঁর স্ত্রী ফতেমা বেগম (৪৫), নারায়নপুর গ্রামের শেখ ফরিদ (৩৫), নূরে আলম সিদ্দিক (৩৮), গোবিন্দপুর গ্রামের তরিকুল ইসলাম (২৪), ফতেপুর গ্রামের আবুল কাশেম (৫০), মাদারডাঙ্গা গ্রামের কালীপদ দাসকে (৭০) গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।##