Type to search

কেশবপুরে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ১০জন হাসপাতালে ভর্তি

জাতীয়

কেশবপুরে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ১০জন হাসপাতালে ভর্তি

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ নারী পুরুষ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে উপজেলার সাতাইশকাটি গ্রামের শাহিন আলম মোল্যা (২৫), চিংড়া গ্রামের পপি খাতুন (৩২), মধুমিতা অধিকারী (৩০), কবিতা অধিকারী (৩৮), জাহানপুর গ্রামের শ্যামলী দাস (২৮), শ্রীফলা গ্রামের তরুন দে (৩৫), আলতাপোল গ্রামের সনাতন সেন (৩৫), কন্দর্পপুর গ্রামের মফিজুর রহমান (৩০), বাউশলা গ্রামের আব্দুল জলিল (৪০), কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসানুল মিজান রুমী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ পরীক্ষা-নিরীক্ষার জন্য স্ট্রীপ রয়েছে। আক্রান্ত রোগীদের মশারির মধ্যে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ##