Type to search

কেশবপুরে  কৃষকদের সহায়তা ও ধানের নায্যমূল্যর দাবিতে স্মারকলিপি প্রদান 

যশোর

কেশবপুরে  কৃষকদের সহায়তা ও ধানের নায্যমূল্যর দাবিতে স্মারকলিপি প্রদান 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে-

যশোরের  কেশবপুর উপজেলার কৃষক সমিতির উদ্যোগে ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে । বুধবার বাংলাদেশ কৃষক সমিতি কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ইউএনও অফিসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে । বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু নেতৃত্বে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন পীর আলী সরদার, সাগর হোসেন, আনন্দ চেীধুরী প্রমুখ ।

বাংলাদেশ কৃষক সমিতি ক্ষতিগ্রস্ত কৃষককে পর্যাপ্ত সহায়তা ও ধানের নায্য মূল্যের দাবীসহ ৮ দফা আশু বাস্তবায়নের দাবী জানিয়েছেন। দাবীসমূহ প্রথম দফা হলো কৃষকের ধান কাটা, মাড়াই ও ঘরে তোলায় যথাসম্ভব হার্ভেস্টার মেশিন পাঠিয়ে সরকারি সহযোগিতা দিতে হবে। বেসরকারী হার্ভেস্টারের ক্ষেত্রে সর্বোচ্চ দর ঠিক করে দিতে হবে। দ্বিতীয় দফা হলো চলতি বোরো মৌসুমে ২০লক্ষ টন ধান ১,০৪০ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে এবং ১০ লক্ষ টন চাল চাতালের মাধ্যমে কিনতে হবে। তৃতীয় দফা হলো, করোনার প্রভাব, অকাল বন্যা ও প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে ক্ষতিগ্রস্ত কৃষক বিশেষত সবজি চাষি, পোল্ট্রি, ডেইরী ও গবাদিপশু খামারীদের জনপ্রতি ১০ হাজার টাকা সরাসরি দেওয়া। সকল কৃষকদের ২% হারে সরল সুদে ঋণের ব্যবস্থা করা। চতুর্থ দফা হলো, সবজি জাতীয় কৃষিপণ্য সরকারী উদ্যোগে বাজারজাত করার ব্যবস্থা গ্রহন, ডিম, দুধ, ত্রাণ-সাহায্যের সাথে যুক্ত করে জনগণের মাঝে বিতারণ করা। ত্রাণ-সাহায্যে বিতারণে দুর্ণীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ করা। পঞ্চম দফা হলো, অনাবাসী ক্ষেতমুজুরদের স্বাস্থ্য পরীক্ষা থাকা খাওয়া বন্দোবস্তো ও নিরাপদ যাতায়াতের করা এবং এসব পরিবারকে ১মাস চলার মতো ত্রাণ-সাহায্য দিতে হবে এসব ক্ষেতমজুদদের মুজুরী নির্ধারণ করে দেওয়া। ছয় দফা হলো চিনিকল সমূহের আখচাষীদের পাওনা ২০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। সাত দফা হলো গ্রামাঞ্চালে কর্মরত সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পরিবহন ও কৃষি শ্রমিকদের সুরক্ষায় মাস্ক ও পিপিই-র ব্যবস্থা করতে হবে। অষ্টম দপা হলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসাবে পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয়কেন্দ, খাদ্য গুদাম ও সবজিচাষ অধ্যুষিত অঞ্চলে হিমাগার নির্মান করতে হবে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ কৃষক সমিতির ৮ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের অর্থনৈতিক শক্তিকে ভূমিকা রাখতে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।