Type to search

কেশবপুরে কুটির শিল্পি  জিয়াউর রহমান নিখোঁজ ;সন্ধান চাই তার পরিবার

যশোর

কেশবপুরে কুটির শিল্পি  জিয়াউর রহমান নিখোঁজ ;সন্ধান চাই তার পরিবার

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে।
যশোরের কেশবপুরে কুটির শিল্পী জিয়াউর রহমান নিখোঁজ হয়েছেন। নিখোঁজ স্বামীর সন্ধান পেতে দ্বারে দ্বারে ঘুরছে তার  স্ত্রী। এ ঘটনায় তার স্ত্রী সংশ্লিষ্ট থানায় সাধারন ডায়েরী করেও আজও খুঁজে পাইনি তার স্বামীকে।
জানা গেছে, কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের (চারের মাথা) গৃহবধু চায়নার স্বামী জিয়াউর রহমান (৩৫) রাজশাহীতে কুটির শিল্পের কাজের কথা বলে গত ইংরেজী ২৪-০৫-১৯ সালে  নিজ বাড়ী থেকে বের হয়। সেই থেকে আজবদি তার কোন সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোন ০১৩১৫-৯৩৯৫৪১ ও ০১৭৭৫-৯৪৯৯৫৬ নম্বর সেই থেকে বন্ধ পাওয়া যাচ্ছে। এমতবস্থায় স্ত্রী চায়না তার স্বামীকে নিয়ে চরম দুঃচিন্তায় রয়েছে । তার পরও স্বামীর সন্ধানে দিনরাত পাগলের মত মানুষের দ্বারে দ্বারে ঘুরে ফিরছে অসহায় স্ত্রী চায়না বেগম। স্ত্রী চায়না বেগমের একটাই আকুতি যদি কোন স্বহৃদয় ব্যক্তি তার স্বামীর সন্ধান পান অথবা তাকে কোথাও দেখেন তাহলে তাৎক্ষনিকভাবে সংশ্লীষ্ট থানা অথবা ০১৯৩৫-৩৮২০৬৫ নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে।
স্বামীর নিখোঁজের ঘটনায় স্ত্রী চায়না বেগম  গত ৩০-১১-১৯ কেশবপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছে। যার ডায়েরী নং-১১৬৪।