কেশবপুরে করোনা মোকাবেলায় ভ্রাম্যমান আদালতে ৬ চায়ের দোকানে জরিমানা
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী বিধি নিষেধ না মেনে বিকাল ৪ টার পরও দোকান খুলে রাখায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬ চায়ের দোকানদারসহ ৭ জনকে জরিমানা করা হয়েছে।
কেশবপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম তারু জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী স্বাস্থ্যবিধি না মেনে বিকাল ৪ টার পরেও দোকান খুলে রাখায়
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা শনিবার সন্ধ্যায় আলতাপোল গ্রামের চায়ের দোকানদার মিন্টুকে ৩ শত টাকা, একই গ্রামের চায়ের দোকানদার আবু সাইদকে ৩ শত টাকা, বাজিদপুর বাজারের চায়ের দোকানদার কওছার আলীকে ৩ শত টাকা, আটন্ডা বাজারের চায়ের দোকানদার তামরুল হাসানকে ৫ শত টাকা, একই বাজারের চায়ের দোকানদার আবু সাইদকে ৫ শত টাকা, তেঘরি বাজারের চায়ের দোকানদার আতিয়ার রহমানকে ৫ শত টাকা ও তেঘরি বাজারের আড়ৎদার হেদায়েত আলীকে ৫ শত টাকা জরিমানা করেছেন।