Type to search

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

যশোর

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)  থেকে।

যশোরের কেশবপুরের করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি বিদেশ ফেরতদের ব্যাপারে সজাগ থাকা ও মনিটারিং করার সিদ্দান্ত নেয়া হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদ হলরুমে কেশবপুরের সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যন, সাংবাদিক ও শুশীল সমাজের প্রতিনিদিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার সার্কেল শোয়েব আহমেদ খান, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন আলম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ,উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান নাসিমা সাদেক, পলাশ মল্লিক, ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, জুলমত আলী, শফিকুল ইসলাম মুকুল, মনোয়ার হোসেন, আব্দুস সামাদ সরদার, হুমায়ুন কবীর পলাশ, এস এম হাবিবুর রহমান প্রমুখ । সভায় উপজেলার ৬৬৭জন বিদেশ ফেরৎ রয়েছে এর মধ্যে ২২ জনকে করেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের শর্তসাপেক্ষে ব্যক্তি ও পরিবার পরিজনদের ১৪ দিন বাইরে ঘোরাফেরা না করার জন্য নির্দেশনা দেয়া হয়।  এ ছাড়া উপজেলার বিভিন্ন বাজার সমুহের চায়ের দোকান গুলিতে টিভি না চালানোর জন্য বলা হয়েছে।##