Type to search

কেশবপুরে  করোনায় ১৪০ জন আক্রান্ত; মৃত ২, সুস্থ ৭৬ জন

অন্যান্য

কেশবপুরে  করোনায় ১৪০ জন আক্রান্ত; মৃত ২, সুস্থ ৭৬ জন

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।        যশোরের কেশবপুর উপজেলায় শুক্রবার নতুন করে ৩ জন ব্যাংক কর্মকর্তাসহ ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্ত ১৪০ জন। এর মধ্যে ২ জন মারা গেছে, সুস্থ হয়েছেন ৭৬ জন। ৬২ জন আইসোলেশনে। এরমধ্যে ৩ জন কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে শুধু গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ৬২ জন। আক্রান্তদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে।
এব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, শুক্রবার তিনজন ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  তিনি আরও বলেন, ৬৭০ জনের নমুনা পরীক্ষা করে ৭ আগষ্ট পর্যন্ত ১৪০ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে । এরমধ্যে মারা গেছে ২ জন। সুস্থ হয়েছেন ৭৬ জন। ৬২ জন চিকিৎসাধীন। সবমিলিয়ে কেশবপুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।