Type to search

কেশবপুরে এক মটর সাইকেল চালাককে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

অন্যান্য

কেশবপুরে এক মটর সাইকেল চালাককে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি-
যশোরের কেশবপুরে এক মটর সাইকেল চালাককে পিটিয়ে হত্যা চেষ্টা ও নগত টাকা জোর পৃর্বক ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ইছাক আলী মোড়ল বাদি হয়ে ৩ জন সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেছে।
এজাহার সৃত্রে জানা গেছে, উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের খোকন মোড়লের ছেলে মটর সাইকেল চালাক ইছাক আলী মোড়ল (৩৭) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মঙ্গলকোট বাজারে বাসষ্ট্যান্ডে বসে ছিলো এসময় একই উপজেলার মঙ্গলকোট গ্রামের মতলেব মোড়লের ছেলে তরিকুল ইসলাম,হেকমত আলী মোড়লের ছেলে হাবিবুর রহমান হাবি, নবু মোড়লের ছেলে ইব্রাহিম হোসেন ইছাক আলী মোড়লকে চুকনগর বাজারে ভাড়া নিয়ে যেতে চায়। তখন ইছাক আলী মোড়ল রাতের বেলায় চুকনগর বাজারে ভাড়ায় না যেতে চাইলে তরিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবি, ইব্রাহিম হোসেন,ইছাক আলীর মটর সাইকেল লাথি মারা সহ তাকে অশ্লিল ভাষায় গালি গালাজ করতে থাকে।

এ সময় চালাক ইছাক আলী প্রতিবাদ করলে তরিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবি, ইব্রাহিম হোসেন সহ ২/৩ জন মিলে লোহার রড হাতুড়ী চাকু দিয়ে মটর সাইকেল চালাক ইছাক আলী কে এলোপাতাড়ীভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করা সহ মাছ বিত্রিুর নগত ৪০ হাজার টাকা ইছাক আলীর কাছ থেকে জোর পৃর্বক ছিনিয়ে নেই।
কেশবপুর থানার এস আই ফজলে রাব্বী মোল্লা বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পৃর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।