কেশবপুরে এক কাজীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুরে কাজী পরিচয়ে বিবাহ পড়ানোর অভিযোগে আলিয়ার রহমান নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রম্যমান আদালত ।
জানাগেছে, কেশবপুর উপজেলা সহকারী কমিশনর(ভুমি) মোঃ আরিফুজ্জামান সোমবার দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের মোঃ ইয়াকুব আলী মোড়লের পুত্র অলিয়ার রহমান(৪০)কে ভূয়া কাজী হিসাবে অভিযুক্ত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিয়নে বিবাহ রেজিষ্টেশন করে সরকারের রাজস্ব ফাঁকী দিয়ে আসছিলো।