Type to search

কেশবপুরে উপনির্বাচনে বিজয়ী শাহীন চাকলাদারকে বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছা

যশোর

কেশবপুরে উপনির্বাচনে বিজয়ী শাহীন চাকলাদারকে বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে
যশোর -৬ কেশবপুর আসনে উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিপুল ভোটে বিজয়ী হওয়ায় রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
জানা গেছে, স্বাস্থবিধি মেনে ১৪ জুলাই সংসদীয় আসন ৯০, যশোর -৬ কেশবপুর আসনের উপনির্বাচন কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় । এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক    শাহীন চাকলাদার (নৌকা) ১ লক্ষ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ বিশাল বিজয়ের জন্য শাহীন চাকলাদারকে মঙ্গলবার রাতে ও বুধবার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ফুলেল শুভেচ্ছা জানান, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম,  কেশবপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগ নেতা এড, মিলন মিত্রসহ আওয়ামীলীগের নেতাকর্মী। এছাড়া কেশবপুর প্রেসক্লাব, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ, কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি, কেশবপুর আলিয়া মাদ্রাসা কমিটি, দোরমুটিয়া দাখিল মাদ্রাসা কমিটি, বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।##