কেশবপুরে উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থনে কৃষকলীগের কর্মীসভা অনুষ্ঠিত
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপনির্বাচন ১৪ জুলাই । এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহিন চাকলাদারের সমর্থনে কেশবপুর উপজেলা কৃষকলীগের এক কর্মীসভা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষকলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোশারফ হোসেন বলেছেন, কেশবপুরে উন্নয়নের ধারা গতিশীল করতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে ব্যাপক ভোটের ব্যাবধানে জয়লাভ করাতে হবে। তিনি আরও বলেন, আগামী ১৪ জুলাই উপনির্বাচন হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নির্বাচন। এ নির্বাচনে কৃষকলীগকে ঐক্যবদ্ধভাবে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন নিতে কাজ করে যেতে হবে। এ কর্মীসভায় আরও বক্তৃতা রাখেন যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, যশোর পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নাজিম উদ্দিন, মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।
প্রধান অতিথি এডভোকেট মোশারফ হোসেন কৃষকলীগের প্রত্যেক নেতাকর্মীকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে গণসংযোগ অব্যাহত রাখতে বলেন। পাশাপাশি প্রত্যেক নেতাকর্মীকে ভোটের দিন সাধারণ ভোটারদের কেন্দ্রে উপস্থিত নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সহিত নিতে হবে ।