Type to search

কেশবপুরে আওয়ামী সাংস্কৃতিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যশোর

কেশবপুরে আওয়ামী সাংস্কৃতিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে-
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) কেশবপুর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন -২০১৯ গতকাল বিকালে শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নাসিমা সাদেকের সভাপতিত্বে এবং যশোর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর প্রেসিডিয়াম সদস্য আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসাফো-এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, আসাফো-এর সহ-সাধারণ সম্পাদক রুমা খন্দকার মুন্নি, সদস্য সায়লা জেসমিন, যশোর জেলা শাখার সভাপতি এস এম সাইফুল রহমান বাবুল, সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ও অর্থবিষয়ক সম্পাদক শিক্ষক সালাউদ্দিন। বক্তব্য রাখেন, আসাফো এর খুলনা জেলা সহ-সভাপতি লিলি খাতুন, আসাফো এর শার্শা উপজেলা শাখার বকুল হোসেন, অভয়নগর শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেককে সভাপতি ও জাহাঙ্গীর কবীর জিনজিরকে সাধারণ সম্পাদক নির্বাচন করে করে ৭১ সদস্য বিশিষ্ট আওয়ামী সাংস্কৃতিক ফোরামের দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।