
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদ্ৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পামাল্য অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে
আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।