কেশবপুরে অবসরোত্তর শিক্ষকের সংবর্ধণা অনুষ্ঠিত
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর উপজেলার দোরমুটিয়া দাখিল মাদরাসার মৌলভী শিক্ষক রফিকুল ইসলামকে অবসরোত্তর সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে মাদরাসার হলরুমে অত্র মাদরাসার পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। মাদরাসা সাবেক সভাপতি আব্দুল করিম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন, মাদরাসার সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক অলিয়ার রহমান, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মাদরাসার সুপার মাওলানা আবু তালেব, সহ সুপার শহিদুল ইসলাম, শিক্ষিকা ফেরদৌসী নারগিস, মিজানুর রহমান, কামাল উদ্দিন, হাফেজ নুরুল কালাম আজাদ প্রমুখ। উপস্থিত ছিলেন, দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, আব্দুল গনি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক জাকারিয়া।